লক্ষ্মীপুরে ‘বন্দুকযুদ্ধে ডাকাত’ গুলিবিদ্ধ

লক্ষ্মীপুর সদরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ‘ডাকাত’ গুলিবিদ্ধ ও পুলিশসহ অন্তত সাতজন আহত হয়েছে।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2015, 05:27 PM
Updated : 26 May 2015, 05:27 PM

আল আমিন (২৫) ও মোশারফ হোসেন (২৮) নামে আরও দুই ‘ডাকাত’কে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার রাতে উপজেলার মান্দারী এলাকার এ ঘটনায় গুলিবিদ্ধ রাশেদকে (২৭) লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন- এসআই আবুল বাশার, কনস্টেবল আবুল কাশেম, বাহার ও দেলোয়ার।

লক্ষ্মীপুর ডিবি পুলিশের এসআই আবুল বাশার জানান, মান্দারী এলাকায় ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে রাত ৮টার দিকে অভিযান চালায় পুলিশ।

“পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এতে ডাকাত রাশেদ বাম পায়ে গুলিবিদ্ধ হন।”

অভিযানে ডাকাত দলের দুই সদস্যকে আটক করা হলেও বেশ কয়েকজন পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।

ঘটনাস্থল থেকে একটি রকেট লঞ্চার, একটি এলজি, চার রাউন্ড গুলি ও তিনটি দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।