২০১৬ এর মধ্যে বাংলাদেশের প্রাণিকূলের তালিকা করবে আইইউসিএন

ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) ২০১৬ সালের মধ্যে বাংলাদেশের প্রাণির তালিকা প্রণয়নের কাজ শেষ করবে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2015, 04:00 PM
Updated : 26 May 2015, 04:00 PM

মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘বাংলাদেশের প্রাণিজগতের লাল তালিকা হালনাগাদ’ শীর্ষক সেমিনারে এ ঘোষণা দেন প্রতিষ্ঠানটির বাংলাদেশ অঞ্চলের প্রজেক্ট ম্যানেজার মো. শাহেদ মাহবুব চৌধুরী।

এই তালিকায় বাংলাদেশের বিলুপ্তপ্রায় প্রাণিও চিহ্নিত করা হবে। এসব প্রাণি ‘লাল তালিকা’য় অন্তর্ভুক্ত হবে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করে তালিকার গুরুত্ব তুলে ধরে শাহেদ মাহবুব বলেন, এই তালিকার মাধ্যমে বাংলাদেশের সম্পূর্ণ প্রাণি জগৎ সম্পর্কে সহজে ধারণা পাওয়া যাবে। তাছাড়া যেসব প্রাণি বর্তমানে বিলুপ্তির হুমকির মুখে আছে তাও জানা যাবে। 

এই তালিকা তৈরিতে সারা দেশে আইইউসিএনের ১৬০ জন গবেষকের অধীনে প্রায় ১২শ’ কর্মী কাজ করছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

গবেষক ও কর্মীদের পাশাপাশি যে কেউ তথ্য বা ছবি দিয়ে তালিকা তৈরিতে সহযোগিতা করতে পারবেন।

শাহেদ মাহবুব জানান, এখন পর্যন্ত বাংলাদেশের প্রায় ১ হাজার ৭০০ প্রজাতির প্রাণির নাম তালিকায় প্রাথমিকভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। 

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, “বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়নের কারণে অনেক প্রাণিই হুমকির মুখে পড়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না গেলে এ দেশের প্রাকৃতিক পরিবেশ প্রাণিকূলের বসবাসের অনুপযোগী হয়ে পড়বে।”   

সেমিনারে আরও বক্তব্য রাখেন জীববিজ্ঞান অনুয়দের ডিন মাহবুবুর রহমান, প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি মো. ইসমাইল মিয়া, অধ্যাপক মোহাম্মদ আলী আজাদী, অধ্যাপক ফরিদ আহসান ও অধ্যাপক ইশতিয়াক উদ্দিন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ওমর ফারুক প্রমুখ।

সেমিনারের পাশাপাশি প্রাণিবিজ্ঞান বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বিভিন্ন প্রজাতির বিলুপ্ত প্রায় প্রাণি, পাখি ও প্রজাপতির সংরক্ষিত নমুনা প্রদর্শন করেন।