অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চলবে: নাছির

নালা-নর্দমার ‍উপর গড়ে তোলা স্থাপনা উচ্ছেদে অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নতুন মেয়র আ জ ম নাছির উদ্দিন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2015, 03:28 PM
Updated : 26 May 2015, 03:28 PM

দায়িত্ব গ্রহণের প্রাক-প্রস্তুতি হিসেবে মঙ্গলবার নগরীর থিয়েটার ইনস্টিটিউটে জনপ্রশাসন, হিসাব বিভাগ, আইন, হাকিম আদালত, নিরাপত্তা, নেজারত ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ে একথা বলেন তিনি।

আ জ ম নাছির বলেন, “নালা-নর্দমার উপর অবৈধভাবে নির্মিত স্থাপনা ও স্ল্যাব অপসারণ অভিযান জোরদার করা হবে। সবগুলো খাল পায়ে হেঁটে সরেজমিনে পরিদর্শন করব।

“পরিদর্শনকালে যেখানে নালা-নর্দমার গতিপথে প্রতিবন্ধকতা পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।”

এ সময় আ জ ম নাছির সিটি করপোরেশনের সব আইন-কানুন ঢেলে সাজানোরও ঘোষণা দেন।

জুলাই থেকে নতুন পে-স্কেলের সঙ্গে সমন্বয় করে সবার বেতন যৌক্তিকভাবে বাড়ানোরও ঘোষণা দেন তিনি।

সংশ্লিষ্ট বিভাগকে অবসরে যাওয়া কর্মকর্তা-কর্মচারীদের পাওনা পরিশোধ করার নির্দেশও দেন নবনির্বাচিত মেয়র।

আ জ ম নাছির বলেন, “সিটি করপোরেশন প্রতি মাসে বেতন বাবদ নয় কোটি টাকা পরিশোধ করে। জনগণের ট্যাক্সের টাকায় বেতনভোগী সকলকে সততার সাথে দায়িত্ব পালন করতে হবে।”

আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্য বৃদ্ধি, খাদ্যে ভেজাল ও ফরমালিন ঠেকাতে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

কারো কথায় প্ররোচিত হন না দাবি করে নাছির বলেন, “আমি অন্তরে যা ধারণ করি তা মুখে বলি এবং শতভাগ বাস্তবায়ন করি।”

বিলবোর্ড বিষয়ে নগর পরিকল্পনাবিদদের নিয়ে পরিকল্পনা করে সে অনুযায়ী ব্যবস্থা নেবেন বলে ঘোষণা দেন তিনি।

সিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী শফিউল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় সচিব রশিদ আহমদ, উপ-সচিব সাইফুদ্দিন আহমেদ কাতেবী, প্রধান হিসাব কর্মকর্তা মো. সাইফুদ্দিন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন বক্তব্য দেন।