চারদিন ধরে অন্ধকারে কুড়িগ্রামের মানুষ

চারদিন ধরে বিদ্যুৎ নেই কুড়িগ্রাম জেলায়। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছে জেলার কয়েক লাখ মানুষ।

আহসান হাবীব নীলু কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2015, 02:43 PM
Updated : 26 May 2015, 02:43 PM

বন্ধ হয়ে গেছে শিল্প-কারখানা, দোকানপাটসহ হাজার হাজার ব্যবসা প্রতিষ্ঠান। শহরাঞ্চলে বিরাজ করছে ভয়াবহ পানির সংকট। বেড়েছে গরমজনিত বিভিন্ন রোগবালাই।

বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের বিদ্যুৎ চালিত সকল প্রকার যন্ত্রপাতি অচল হয়ে পড়েছে।

শনিবার সন্ধ্যায় বয়ে যাওয়া ঝড়ে রংপুরের তিস্তা রেল সেতুর নিকট তিনটি টাওয়ারের ৩৩ হাজার কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন ছিঁড়ে যায়। এরপর থেকে বন্ধ হয়ে যায় জেলার বিদ্যুৎ সরবরাহ।

মঙ্গলবার সন্ধ্যায়ও বিদ্যুৎ সরবরাহ চালু হয়নি।

কুড়িগ্রাম পৌরসভার মেয়র নুর ইসলাম নুরু জানান, বিদ্যুৎ না থাকায় পুরো পৌর এলাকায় ভয়াবহ পানিসংকট সৃষ্টি হয়েছে।

বিদ্যুতের অভাবে চাল কলগুলো বন্ধ থাকায় কয়েক হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছে বলে জানান তিনি।

কুড়িগ্রাম সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার নজরুল ইসলাম জানান, বিদ্যুৎ না থাকায় এবং প্রচণ্ড গরমের কারণে হাসপাতালে বিভিন্ন প্রকার রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এর ফলে তাদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে।

কুড়িগ্রাম ব্যাটারি চালিত অটোরিকশা সমিতির নেতা আবদার হোসেন জানান, বিদ্যুৎ না থাকায় হাজার হাজার অটোরিকশা চালক চারদিন থেকে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে।