গাজীপুরে ‘খুনির’ বাড়িতে আগুন

গাজীপুরে এক সন্দেহভাজন হত্যাকারীর বাড়ি বিক্ষুব্ধ এলাকাবাসী পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2015, 01:01 PM
Updated : 26 May 2015, 01:01 PM

মঙ্গলবার দুপুরে গাজীপুর নগরীর ভারারুল জামতলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে গাজীপুর ফায়ার সার্ভিস আগুন নেভায়।

বিক্ষুব্ধ এলাকাবাসী এ আগুন দিয়েছে বলে স্থানীয়রা জানালেও পুলিশ বিষয়টি নিশ্চিত করেনি।

সোমবার ভারারুল জামতলা এলাকায় ছুরিকাঘাতে নিহত হন স্থানীয় মৃত মনসুর আলীর ছেলে কামাল হোসেন (৪০)। তিনি গাজীপুর সাব রেজিস্ট্রি অফিস এলাকায় এক স্ট্যাম্প ভেন্ডারের সহকারী ছিলেন।

ওই হত্যাকাণ্ডের জন্য স্থানীয় ইয়াদ আলীকে দায়ী করছে এলাকার লোকজন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান, সকালে নিহত কামাল হোসেনের নামাজে জানাজা শেষে বিক্ষুব্ধ জনতা ইয়াদ আলীর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভায়।

এর আগে ওই বাড়ির মালামালসহ চারটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়।

তবে বাড়িতে আগুন দেওয়ার কথা অস্বীকার করেছেন জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সোজায়েত হোসেন।

তিনি জানান, বাড়িতে কেউ আগুন ধরিয়ে দেয়নি। সকালে ঝড়ের পর বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান লিটন জানান, ওই বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়নি বলে জানান তিনি।

এদিকে কামাল হোসেনের লাশ তার পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।