ছিটমহল বিনিময়ে দুদেশ আন্তরিক: সন্দীপ মিত্র

অল্পদিনের মধ্যেই ছিটমহলবাসীর অনেক বছরের ধৈর্যের অবসান হবে বলে মনে করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার সন্দীপ মিত্র।

লালমনিরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2015, 12:22 PM
Updated : 26 May 2015, 12:22 PM

মঙ্গলবার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বাংলাদেশের অভ্যন্তরে উত্তর গোতামারী গ্রামের ছিটমহল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা জানান।

তিনি বলেন, দুদেশের সরকার আন্তরিক, তাই সব সমস্যার সমাধান অবশ্যই হবে এতে কোনো সন্দেহ নেই।

ছিটমহলবাসীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা ছিটমহলবাসী অনেক বছর ধৈর্য ধরেছেন, আর হয়ত আপনাদের কয়েকদিন, কয়েক সপ্তাহ কিংবা কয়েক মাস ধৈর্য ধরতে হবে। এরই মধ্যে এই প্রক্রিয়া সমাপ্ত হবে।”

ছিটমহলগুলো সর্ম্পকে তার সঠিক ধারণা ছিল না। তাই এ ব্যাপারে সঠিক ধারণা নেওয়ার জন্য তিনি ছিটমহলে যান বলে জানান।

“কয়েক সপ্তাহ ধরে আমি ছিটমহল ঘুরে ঘুরে জানতে পারলাম এখানকার অবস্থা কী। তাদের সমস্য কী,” বলেন তিনি।

বর্তমান সময়টাকে অন্তর্বর্তীকালীন উল্লেখ করে তিনি বলেন, এই সময়ে আপনারা আপনাদের এলাকায় শান্তি বজায় রাখবেন। ছিটমহলে যাতে বাইরের কেউ এসে ছিটবাসীকে ভয় দেখিয়ে ভারতে যাওয়ার কথা না বলে এজন্য সজাগ থাকতে হবে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উত্তর গোতামারী ছিটমহলের বাসিন্দা ছকবর আলী।

উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, টংভাঙ্গা ইউপি চেয়ারম্যান সেলিম হোসেন, ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির লালমনিরহাট জেলা সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম আশিক প্রমুখ।