ঢাকা রিপোর্টার্স ইউনিটির দুই দশক

নানা আয়োজনে প্রতিষ্ঠার দুই দশক পূর্তি উৎসব করছে ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রতিবেদকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2015, 12:04 PM
Updated : 26 May 2015, 12:04 PM

রাজধানীর সেগুনবাগিচায় সংগঠনটির কার্যালয়ে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় কেক কেটে উৎসবের সূচনা করেন সংগঠনটির সাবেক ও বর্তমান কমিটির নেতা এবং সদস্যরা।

সংগঠনের সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা এবং সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন অন্য সদস্যদের সঙ্গে নিয়ে কেক কাটেন। এর আগে পতাকা উত্তোলন করে বেলুন ও পায়রা উড়ানো হয়।

ডিআরইউর প্রয়াত সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দুপুরে আলোচনা সভা হয়। প্রয়াত ৪১ জন সাংবাদিকের পরিবারের সদস্যদের হাতে ‘স্মৃতি অম্লান’ ক্রেস্ট তুলে দেওয়া হয় এই অনুষ্ঠানে।

সন্ধ্যা ৬টায় আমন্ত্রিত অতিথিদের নিয়ে অনুষ্ঠান এবং সন্ধ্যা ৭টায় সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ নৈশভোজের আয়োজন রয়েছে বলে জানান ডিআরইউর দপ্তর সম্পাদক মেহেদী আজাদ মাসুম।

তিনি বলেন, মন্ত্রিসভার সদস্য, আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ছাড়াও বিভিন্ন অঙ্গনে বিশিষ্টজনদের উৎসবে আমন্ত্রণ জানানো হয়েছে।

১৯৯৫ সালের ২৬ মে প্রতিষ্ঠার পর বর্তমানে ডিআরইউর সদস্য সংখ্যা ১ হাজার ৩৫০ জন।