তাপদাহ কমছে, আরও কমবে

গ্রীষ্মের তাপপ্রবাহ হটিয়ে বায়ুমণ্ডলে ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে মৌসুমী বায়ু, যার প্রভাবে বৃষ্টির দেখা মিলতে শুরু করেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2015, 11:07 AM
Updated : 26 May 2015, 11:07 AM

মঙ্গলবার সকালেও এক পশলা বৃষ্টিতে ভিজেছে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান। কয়েকদিনের তীব্র গরমের পর একে স্বস্তি হিসেবে দেখছেন সবাই।

দুই-একদিনের মধ্যে সারাদেশে তাপমাত্রা সহনীয় হয়ে আসবে বলে আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন।

মঙ্গলবার সকালে ঢাকায় ৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সময় রাজধানী বাইরেও ঝড়-বৃষ্টি হওয়ার খবর দিয়েছে অধিদপ্তর।

বাংলাদেশের সব বিভাগেই আরও বৃষ্টি হওয়ার পূর্বাভাসও রয়েছে।

বৃষ্টির পর আবহাওয়া অফিসের দায়িত্বরত পূর্বাভাস কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, টানা কয়েকদিনের তাপপ্রবাহ ধীরে ধীরে কমছে। তবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু (বর্ষা) বাংলাদেশে সক্রিয় হতে আরও অন্তত ১০ দিন অপেক্ষা করতে হবে।

অধিদপ্তরের পরিচালক মো. শাহ আলম জানিয়েছেন, জুন মাসের প্রথমার্ধে সারাদেশে মৌসুমী বায়ু বিস্তার লাভ করতে পারে।

অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এরই মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু মিয়ানমারের ইয়াঙ্গুন উপকূল পর্যন্ত বিস্তৃত হয়েছে।

মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকা, সিলেট, শ্রীমঙ্গল, ঈশ্বরদী, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, সাতক্ষীরা, যশোর ও বরিশালে সোমবারও বৃষ্টি হয়েছে।

চলতি মাসে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে ১-২টি তীব্র এবং অন্যান্য স্থানে ২-৩টি মৃদু কিংবা মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে।

এছাড়া মাসের শেষার্ধে দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে বন্যার শঙ্কাও জানিয়েছে অধিদপ্তর।