তথ্য অধিকার নিয়ে জনগণকে সচেতন করতে রাষ্ট্রপতির আহ্বান

বাংলাদেশ তথ্য কমিশনের বার্ষিক প্রতিবেদন নিয়ে তথ্য অধিকার আইনের বিষয়ে জনগণকে আরও সচেতন করে তুলতে তাদের উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2015, 11:00 AM
Updated : 26 May 2015, 12:12 PM

২০১৪ সালের প্রতিবেদন নিয়ে প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ ফারুকের নেতৃত্বে কমিশনের একটি প্রতিনিধি দল মঙ্গলবার বঙ্গভবনে যান।

রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধান তথ্য কমিশনার রাষ্ট্রপতিকে প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন।”

সারাদেশে জনগণকে তথ্য দেওয়ার জন্য ২১ হাজার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছে বলেও রাষ্ট্রপতিকে জানানো হয়।

প্রতিনিধি দল আরও জানায়, এখন পর্যন্ত প্রায় ৬৯ হাজার তথ্য জনগণকে দেওয়া হয়েছে। এছাড়া তথ্য না দেওয়া সংক্রান্ত ৯২০টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে।

জনগণ কী ধরনের তথ্য পাওয়ার জন্য আবেদন করে, তা কমিশনের কাছে জানতে চান রাষ্ট্রপতি।

জবাবে বলা হয়, জনগণ সাধারণত ভূমি, চাকরি, দুর্নীতি সংক্রান্ত তথ্য জানার জন্য আবেদন করে।

রাষ্ট্রপতি এ সময় তথ্য অধিকার আইন সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতামূলক কার্যক্রম নেওয়ার আহ্বান জানান।

তথ্য কমিশনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নতুন উদ্যমে কাজ করার আহ্বানও জানান আবদুল হামিদ।