বরিশালে মাদক নিরাময় কেন্দ্র থেকে ২৫ জনের পলায়ন

বরিশাল নগরীতে বেসরকারিভাবে পরিচালিত একটি মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন সবাই পালিয়ে গেছে।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2015, 10:45 AM
Updated : 26 May 2015, 10:45 AM

মঙ্গলবার ভোরে সিএ্যান্ডবি রোড এলাকায় ‘হলিকেয়ার’ নামের ওই প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। ওই সময় তাদের হামলায় নিরাময় কেন্দ্রের তিন কর্মী আহত হন।

আহতরা হলেন সবুজ ওঝা (২২), ইমামুল হক (২০) ও রাশেদুজ্জামান (২৪)।

এদের মধ্যে সবুজ ওঝাকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কোতোয়ালি মডেল থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, বেসরকারিভাবে পরিচালিত মাদকাসক্ত চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্র ‘হলিকেয়ারে’ ২৫ জন মাদকাসক্ত রোগী চিকিৎসাধীন ছিল।

ভোরে মাদকাসক্তরা কেন্দ্রের কর্মীদের উপর আকস্মিক হামলা চালায়।

দা-বটি দিয়ে নিরাময়কর্মীদের জিম্মি করে কেন্দ্র থেকে ২৫ জনই পালিয়ে যায়।

এ ঘটনায় এখনও থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলে জানান ওসি।

হলিকেয়ারের পরিচালক মোস্তাফিজুর রহমান সুমন জানান, বিষয়টি রোগীদের পরিবারকে জানানো হয়েছে।

তাদের সঙ্গে কথা বলে পলাতক মাদকাসক্তদের খোঁজ করা হচ্ছে বলে জানান তিনি।