নরসিংদীতে বাসচাপায় অটো চালকসহ নিহত ২

নরসিংদীর শিবপুর উপজেলায় বাসপায় এক অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত তিনজন।  

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2015, 09:40 AM
Updated : 26 May 2015, 09:40 AM

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে আমতলা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে শিবপুর মডেল থানার ওসি খোন্দকার ইমাম হোসেন জানান।

হতাহতদের মধ্যে আহত দুজনের পরিচয় জানা গেছে, বাকিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। 

আহত তিনজনকেই নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।  আহত দুজন হলেন- মনোহরদী উপজেলার গোতাশিয়া গ্রামের শফিকুল ইসলাম (৩০) ও হাতিরদিয়া গ্রামের আলম মিয়া (২৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, নরসিংদী থেকে মনোহরদীগামী অটোরিকশাটিকে পেছন থেকে চাপা দেয় ভৈরবগামী বাসটি। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং আরোহীরা আহত হন।

তাদের উদ্ধার করে জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক চালক ও এক নারী যাত্রীকে মৃত ঘোষণা করেন।

ওসি ইমাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহাসড়ক পুলিশ দুর্ঘটনাকবলিত বাহন দুটি হেফাজতে নিয়েছে। তবে বাস চালক পালিয়েছে।

নিহতদের মধ্যে অটো চালকের বয়স আনুমানিক ৩৫ এবং অন্যজনের ৪০ বছর বলে জানান তিনি।

লাশ দুটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।