সানজিদাকে সতর্ক করতে সংসদে ইসির চিঠি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের সময় বিধি লঙ্ঘন করে ভোটকেন্দ্রে অবস্থান নেওয়ায় সাংসদ সানজিদা খানমকে সতর্ক করতে স্পিকারের কাছে ধরনা দিয়েছে নির্বাচন কমিশন।

>>বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2015, 06:53 PM
Updated : 25 May 2015, 06:54 PM

ভোট শেষ হলেও ভবিষ্যতের কথা মাথায় রেখেই সোমবার সংরক্ষিত আসনের এ সংসদ সদস্যের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হয়েছে।

ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ সচিব মো. সামসুল আলম স্বাক্ষরিত এ চিঠি সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব বরাবর পাঠানো হয়।

গত ২৮ এপ্রিল ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের ভোট হয়। অনিয়মের কারণে ওই দিন তিনটি কেন্দ্র’র ভোট বাতিল করে কমিশন। গত ১১ মে ঢাকা দক্ষিণের স্থগিত তিন কেন্দ্রে পুনঃভোট হয়।

পুনঃভোটের আগের দিন একটি কেন্দ্রে অবস্থান করে আওয়ামী লীগ সাংসদ সানজিদা খানম আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে ইসি বলছে। আচরণবিধি লঙ্ঘনের জন্য সর্বোচ্চ ৫০ হাজার জরিমানা, সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা উভয়দণ্ডের বিধান রয়েছে।

সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছে পাঠানো চিঠিতে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে  জুরাইন আশ্রাফ মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয় (৮০৭ নং ভোটকেন্দ্র-শ্যামপুর, ঢাকা ২য় তলা রুম নং ২০১-২০৫ এবং মহিলা ভোটার-১, কেন্দ্র-৩) ভোটকেন্দ্রের পুনঃভোটগ্রহনের আগের দিন ১০ মে সন্ধ্যায় সংসদ সদস্য সানজিদা খানম অবস্থান করেছেন।

“যা সিটি নির্বাচনের আচরণবিধি বর্হিভূত। এ অবস্থায় বিষয়টি স্পিকারের নজরে এনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।”

জানতে চাইলে ইসির একজন উপ সচিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোট তো শেষ। এখন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী চিঠি দিচ্ছি। স্পিকার আগামীতে ওই সাংসদকে এ ধরনের কাজ থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক করতে পারেন।”

জুরাইন আশ্রাফ মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোটের পর আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী ৫৩ নম্বর ওয়ার্ডে মো. নূর হোসেন বিজয়ী হয়েছেন।

নবম সংসদে সানজিদা খানম ঢাকা-৪ আসন থেকে নির্বাচিত হন। দশম সংসদে সংরক্ষিত (মহিলা আসন-২৪) আসনের সাংসদ তিনি।