অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা এ আর খান নেই

বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. এ আর খান আর নেই।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2015, 06:14 PM
Updated : 25 May 2015, 06:14 PM

সোমবার সকালে লন্ডনের সেইন্ট মেরি হাসপাতালে মৃত্যু হয়েছে তার। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মশুরুল আমিন মিলন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন এ আর খান। উন্নত চিকিৎসার জন্য ইংল্যান্ডে গিয়েছিলেন তিনি।

১৯৩২ সালে বিক্রমপুরে (বর্তমান মুন্সিগঞ্জ) জন্মগ্রহণ করা এ আর খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। ১৯৫৫ সালে পড়াশোনা শেষে তিনি ওই বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন।

১৯৬০ সালে কলম্বো পরিকল্পনার ফেলো হিসেবে ইংল্যান্ডের ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের কেভেন্ডিজ ল্যাবরেটরিতে গবেষক হিসেবে কাজ করেন এবং পরে ১৯৬২ সালে লন্ডনের ইমপিরিয়াল কলেজ থেকে পিএইচডি ডিগ্রি নেন।

বিজ্ঞান চর্চায় অনুরাগী এ আর খান ১৯৭৬ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠা করেন অনুসন্ধিৎসু বিজ্ঞান চক্র। এরপর ১৯৮৮ সালে তিনি বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠার উদ্যোগে সম্পৃক্ত হন।

মশুরুল বলেন, “অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের যে কোনো কাজেই তিনি অত্যন্ত আন্তরিকভাবে অংশগ্রহণ করতেন। অ্যাসোসিয়েশন থেকে মহাকাশ বার্তা নামে একটি পত্রিকা বের হয়, তার সম্পাদক ছিলেন তিনি।”

“তিনি কোনো বই লেখেননি, তবে জ্যোতির্বিজ্ঞানের উপর তার বেশ কিছু ভালো আর্টিক্যাল রয়েছে।”