ভেজাল কসমেটিকস জব্দ, গ্রেপ্তার-জরিমানা

রাজধানীর চকবাজারে সোমবার র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল কসমেটিকস উদ্ধার এবং দুইজনকে কারাদণ্ড ও জরিমানা করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2015, 05:05 PM
Updated : 25 May 2015, 05:05 PM

র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে একটি দল চকবাজার বারোহাজার গলিতে অভিযান চালিয়ে বিদেশি ব্র্যান্ডের বিপুল পরিমাণ ভেজাল শ্যাম্পু, ক্রিম, পাউডার, সুগন্ধি উদ্ধার করে।

র‌্যাব কর্মকর্তারা জানান, ব্যবহৃত খালি কৌটায় এসব ঢুকিয়ে তারা বাজারজাত করে আসছে। খুব কৌশলে করার কারণে সহজে সাধারণ সাধারণ মানুষ তা বুঝতে পারে না। আর এসব কারণে ক্রেতারা চর্মরোগসহ নানা রোগে আক্রান্ত হয়।

অভিযানে গ্রেপ্তার হওয়া ইয়াসিনকে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমান এবং ব্যবস্থাপক শাকিলকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।