ব্লগার অনন্ত হত্যাকাণ্ড তদন্তে সিআইডি

সিলেটে ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যাকাণ্ডের তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকার মধ্যে ১৪ দিন পর মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) স্থানান্তরের আদেশ হয়েছে।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2015, 02:49 PM
Updated : 25 May 2015, 02:49 PM

পুলিশ সদর দপ্তর থেকে সোমবার এই নির্দেশ আসে বলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রহমত উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

তিনি বলেন, “তদন্তভার সিআইডিকে হস্তান্তর করার জন্য আজ (সোমবার) পুলিশ হেড কোয়ার্টার থেকে নির্দেশ দেওয়া হয়েছে।”

গত ১২ মে সিলেটের সুবিদবাজার এলাকার বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে মুক্তমনার ব্লগার ও সিলেট গণজাগরণ মঞ্চের সংগঠক অনন্তকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়।

ব্লগে লেখালেখির জন্য অনন্ত ধর্মীয় উগ্রপন্থিদের হুমকি পাচ্ছিলেন বলে তার ঘনিষ্ঠরা জানিয়েছেন।  

একই ধরনের হুমকি পাওয়া অভিজিৎ রায় ও ওয়াশিকুর রহমান বাবুকে হত্যার পর অনন্ত খুন হলে প্রতিবাদের ঝড় ওঠে সিলেটসহ সারা বাংলাদেশে।

ঘটনার দিনই নিহতের বড়ভাই রত্নেশ্বর দাশ অজ্ঞাতনামা চার জনকে আসামি করে বিমানবন্দর থানায় একটি মামলা করেন।

বিমানবন্দর থানার ওসি (তদন্ত) নুরুল আলমকে মামলাটির তদন্ত করছিলেন।

কিন্তু হত্যাকাণ্ডের ১৪ দিন পেরিয়ে গেলেও এতে জড়িতদের কেউ গ্রেপ্তার কিংবা শনাক্ত হয়নি।

থানা পুলিশের ব্যর্থতা নিয়ে সমালোচনার মধ্যেই তদন্তের দায়িত্ব পেল সিআইডি।