পুলিশের লেগুনা দুর্ঘটনা: শ্রীপুরের ওসি প্রত্যাহার

গাজীপুরে আসামিসহ পুলিশের লেগুনা ও কভার্ড ভ্যানের সংঘর্ষে সাতজন নিহতের ঘটনায় শ্রীপুর থানার ওসি আবদুল মোতালিবকে প্রত্যাহার করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2015, 01:50 PM
Updated : 25 May 2015, 04:59 PM

এছাড়া এ ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে পুলিশ। 

গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশীদ বলেন, একটি ছোট গাড়িতে করে এত বেশি লোক নেওয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশের দুর্ঘটনাকবলিত লেগুনায় পাঁচ জন পুলিশ, ১৩ জন আসামি এবং একজন চালক ছিল বলে জানান তিনি। 

তিনি জানান, এ ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেনকে প্রধান করে তিনি সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর দুই সদস্যের নাম জানা যায়নি।

তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানান এসপি হারুন।

সোমবার বিকালে ঢাকা-গাজীপুর মহাসড়কের পোড়াবাড়ী এলাকায় আসামিসহ পুলিশের লেগুনা ও কভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সাতজনের মৃত্যু হয়, আহত হন পুলিশসহ অন্তত ১১ জন।