কুষ্টিয়ায় শিশু হত্যার দায়ে ৯ জনের যাবজ্জীবন

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় একটি শিশুকে হত্যার দায়ে নারীসহ নয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2015, 11:54 AM
Updated : 25 May 2015, 11:54 AM

সোমবার কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা মোহাম্মদ আলমগীর হাসান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের বাসিন্দা আক্তার গাজী ওরফে আলতাফ, রিজিয়া খাতুন, ওবাইদুল ওরফে আক্তার ওরফে আজাদ, মিনহাজ, হায়তুল হোসেন, আনোয়ারুল ইসলাম, এনামূল হক, আসাদুল হক ও শাহাবুল হক।

এদের মধ্যে একজন পলাতক রয়েছেন।

এছাড়া মামলা চলার সময় এক আসামির মৃত্যু হলে তাকে অব্যাহতি এবং বাকি দুজনকে খালাস দিয়েছে আদালত।

ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অনুপ নন্দী জানান, ২০১১ সালের ২ ফেব্রুয়ারি ভেড়ামারা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের সালেহ আহমেদ শিশিরের চার বছর বয়সী ছেলে আলিফ নিখোঁজ হয়। এর সাত দিন পর পার্শ্ববর্তী মাঠ থেকে আলিফের লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় আলিফের বাবা বাদী হয়ে একটি মামলা করেন। তদন্ত শেষে ১২ জনকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশ।