পুলিশবাহী লেগুনা দুর্ঘটনায় নিহত ৭

গাজীপুরে আসামিসহ পুলিশবাহী লেগুনা ও  কভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক কনস্টেবলসহ সাতজন নিহত হয়েছেন, আহত হন ১৩ জন।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2015, 11:44 AM
Updated : 25 May 2015, 03:33 PM

সোমবার বিকালে গাজীপুর সিটি করপোরেশনের পোড়াবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পুলিশ কনস্টেবল মোস্তফা কামাল (৪০), আসামি মাসুদ, মানিক, সোহেল, মমিন, সুরুজ মিয়া। আরেকজনের নাম পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তিনি লেগুনার চালক ছিলেন।

আহতদের মধে চার জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বাকিরা  গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধীন আছেন।

শ্রীপুর থানার এসআই মনিরুজ্জামান জানান, বিভিন্ন মামলার ১৩ জন আসামি নিয়ে ছয় পুলিশ সদস্য লেগুনায় করে গাজীপুর আদালতে যাচ্ছিলেন।

বেলা সাড়ে ৩টার দিকে পোড়াবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় লেগুনার। এতে ঘটনাস্থলেই ছয় জন নিহত এবং ১৪ জন আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কনস্টেবল মোস্তফা মারা যান।

এদিকে ঘটনা তদন্তে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেনকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা পুলিশ।

কমিটির অপর দুই সদস্য হলেন এএসপি হেড কোয়ার্টার্স আশরাফুল ইসলাম  ও গোয়েন্দা পুলিশের পরিদর্শক  মো. আসাদুর রহমান।

কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে পুলিশ সুপার মোহাম্মদ হারুন জানান।

এছাড়া  লেগুনায় অতিরিক্ত যাত্রী ওঠানোর কারণে শ্রীপুর থানার ওসি আবুদল মোতালিবকে প্রত্যাহার করা হয়েছে।