ফেনীতে মন্দিরে ‘চুরি’

ফেনী শহরের জয়কালী মন্দির থেকে স্বর্ণ ও রুপার গহনাসহ মূল্যবান জিনিসপত্র চুরির অভিযোগ উঠেছে।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2015, 10:33 AM
Updated : 25 May 2015, 10:33 AM

মন্দির পরিচালনা কমিটি চুরির বিষয়টি জানালেও পুলিশ স্বীকার করছে না।
মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিরাজ কান্তি মজুমদার জানান, রোববার রাতে মন্দিরের তত্ত্বাবধায়ক ঘুমিয়ে পড়লে দুর্বৃত্তরা দেওয়াল টপকে ভেতরে প্রবেশ করে।

তারা মন্দিরের তালা ভেঙ্গে দুইটি স্বর্ণের তুলসী পাতা, দুইটি রূপার চেইন, ও কালী মূর্তির মাথা থেকে ৫৫ ভরি ওজনের একটি রূপার মুকুট চুরি করে নিয়ে যায় বলেও জানান তিনি।

বিরাজ কান্তি বলেন, “সোমবার সকালে পূজারী মন্দিরের দরজা খোলার পর চুরির বিষয়টা টের পেলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে আলামত সংগ্রহ করে।”

মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তপন দাস জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হলেও পুলিশ এ ব্যাপরে কিছু জানে না।