গাজীপুরে ডাকাতি, নারী-শিশুসহ আহত ৫

গাজীপুরের শ্রীপুরে এক বাড়িতে ডাকাত দলের হামলায় পাঁচ জন আহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2015, 07:20 AM
Updated : 25 May 2015, 07:20 AM

শ্রীপুর থানার ওসি মোতালেব মিয়া জানান, রোববার রাত ২টার দিকে পৌরশহরের উত্তরপাড়া বসু বাড়িতে ডাকাতি হয়।

আহতরা হলেন- গৃহকর্তা উত্তম দে (৫০), তার স্ত্রী নমিতা রানী (৩৬), তাদের ছেলে শুভ দে (১৮) ও শান্ত দে (১৩) এবং তাদের প্রতিবেশী সজীব (২০)।

এদের মধ্যে গুরুতর আহত বাবা ও দুই ছেলেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজনকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।

ওসি মোতালেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, ডাকাতরা বাধা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এই পাঁচ জনকে কুপিয়েছে।

আহত নমিতা রানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গভীর রাতে ১০/১২ জনের একটি দল অস্ত্র নিয়ে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে। স্বর্ণের দুটি কানের দুল ও দুটি মুঠোফোন লুটে নেয়।

বাধা দিলে তাদের পরিবারের চারজনকে এবং প্রতিবেশী সজীব এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করে দ্রুত পালিয়ে যায় হামলাকারীরা।

ওসি মোতালেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লুটপাট ও হামলার ধরণ দেখে ঘটনাটি ডাকাতি না কি এর পেছনে অন্য কারণ জড়িত তা খতিয়ে দেখতে হবে।”