গাজীপুরে ‘আইএসআই চর’ আটক

সন্দেহজনকভাবে বাংলাদেশে অবস্থানরত পাকিস্তানের এক নাগরিককে গ্রেপ্তার করেছে গাজীপুর পুলিশ।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2015, 04:43 PM
Updated : 24 May 2015, 06:13 PM

গ্রেপ্তার খালিদ মেহমুদ (৫০) পাকিস্তানের সেনা গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের চর বলে পুলিশের দাবি।

শ্রীপুর উপজেলার ভাংনাহাটি এলাকার একটি কারখানা থেকে রোববার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয় বলে গাজীপুরে কর্মরত পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মোমিনুল ইসলাম জানিয়েছেন।

গত ৬ মে ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও খালিদ বাংলাদেশে অবস্থান করছিলেন বলে পুলিশ জানিয়েছে।

গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ সাংবাদিকদের বলেন, “আটক ব্যক্তি পাকিস্তানের আইএসআইয়ের সদস্য বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েই আটক করা হয়েছে। সে কী কারণে আত্মগোপন করে ছিল, তা বের করা হচ্ছে।”

এসবি কর্মকর্তা মোমিন সাংবাদিকদের বলেন, “২০১৪ সালে খালিদ এ দেশে ঢোকেন। এরপর ইউনিলাইন কারখানায় চাকরি নেন। কিন্তু সম্প্রতি ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও তিনি এ দেশেই অবস্থান করছিলেন।”

আটকের পর খালিদকে গাজীপুর জেলা গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি আমির হোসেন সাংবাদিকদের বলেন, “এক সময় পাকিস্তানের বিমান বাহিনীতে ছিলেন খালিদ, তখন আইএসআইয়ের সদস্য ছিলেন তিনি।”

পরিচয় গোপন করে এই পাকিস্তানি গত বছরের ১৯ নভেম্বর প্রকৌশলী হিসেবে ওই কারখানায় চাকরি নেন বলে পুলিশ জানতে পেরেছে। 

“গোয়েন্দা তথ্য অনুযায়ী, খালিদ গার্মেন্টস সেক্টর অস্থিতিশীল করে তোলার চেষ্টা করে আসছিল। এছাড়া স্বর্ণ চোরাচালানিদের সঙ্গেও তার সম্পৃক্ততা রয়েছে,” বলেন আমির।

তিনি বলেন, বাংলাদেশ থেকে নিষিদ্ধ হওয়া পাকিস্তান দূতাবাসের কর্মকর্তা মোহাম্মদ মাজহারের সঙ্গেও খালিদের ঘনিষ্ঠতা রয়েছে।