ধর্ষকদের গ্রেপ্তার দাবিতে রাজধানীতে বিক্ষোভ

রাজধানীতে মাইক্রোবাসে তুলে নিয়ে এক গারো তরুণীকে ধর্ষণে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কয়েকটি সংগঠন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2015, 03:04 PM
Updated : 24 May 2015, 04:52 PM

রোববার বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচিতে অংশ নেয় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নারী সেল, বাংলাদেশ যুব ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ও বাংলাদেশ গারো ছাত্র সংগঠন।

সমাবেশে গারো তরুণীর ধর্ষকদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়ে উদীচীর সহ-সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম বলেন, “বারবার ধর্ষণের ঘটনা, নারীরা নিপীড়নের শিকার হলেও সরকারের টনক নড়ছে না।”

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লাকী আক্তার বলেন, পুঁজিবাদী, ভোগবাদী মানসিকতার জন্য এ ধরনের যৌন নিপীড়নের ঘটছে।

ধর্ষকদের গ্রেপ্তারের পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তি দাবিও করেন বক্তারা।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নারী সেলের আহ্বায়ক লক্ষ্মী চক্রবর্তীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সিপিবি নেতা এ এন রাশেদা, উদীচীর সহ-সভাপতি অধ্যাপক বদিউর রহমান, খেলাঘরের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান হাফিজুর রহমান, বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের সভাপতি লেনার্ড সুবিট রখো, উদীচী নেত্রী হাফিজা আক্তার ঝুমা।

সমাবেশে সংহতি জানান সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য কাজী সাজ্জাদ জহির চন্দন।