রাষ্ট্রপতির সঙ্গে পিএসসি চেয়ারম্যানের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ইকরাম আহমেদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2015, 12:57 PM
Updated : 24 May 2015, 02:24 PM

রোববার পিএসসি চেয়ারম্যান বঙ্গভবনে যান বলে রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাক্ষাতে ইকরাম আহমেদ রাষ্ট্রপতিকে কর্ম কমিশনের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। ৩৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় দুই লাখ ৪৪ হাজার ১০৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২০ হাজার ৩৯১ জন উত্তীর্ণ হন বলে তিনি জানান।

পিএসসির কারিগরি দিক শক্তিশালী করার কাজ চলছে বলেও রাষ্ট্রপতিকে জানান পিএসসি চেয়ারম্যান।

“এই কাজ শেষ হলে পরীক্ষা প্রক্রিয়ায় সময় কম লাগবে,” বলেন তিনি।

সাক্ষাতের সময় রাষ্ট্রপতি পিএসসির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে প্রতিষ্ঠানটিকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।