কক্সবাজারে ডাকাতি মামলার আসামির গুলিবিদ্ধ লাশ

কক্সবাজারের টেকনাফ ‍উপজেলায় ডাকাতি মামলার এক আসামির গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2015, 07:31 AM
Updated : 24 May 2015, 09:26 AM

পুলিশের ধারণা, লুটের ভাগ-বাটোয়ারা নিয়ে ডাকাত দলের অন্তর্কোন্দলে সৈয়দ নূর ওরফে সোনা মিয়া (৩০) নামে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

নিহত সোনা মিয়ার বাড়ি হ্নীলার উলুতামারি গ্রামে। তার বিরুদ্ধে ডাকাতি, চুরি ও ছিনতাইয়ের অভিযোগে ১০টি মামলা রয়েছে বলে টেকনাফ থানার ওসি আতাউর রহমান খন্দকার জানান।

তিনি বলেন, রোববার ভোর সাড়ে ৪টার দিকে হ্নীলা ইউনিয়নের ১৪ নম্বর ব্রিজের কাছে পাহাড়ি এলাকায় ‘গোলাগুলি’ হয়।

“প্রাথমিকভাবে ধারণা করছি, লুট করে আনা মালামালের ভাগ-বাটোয়ারার সময় ডাকাত দলের দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়।”

খবর পেয়ে পুলিশ যাওয়ার আগেই ডাকাতরা পালিয়ে যায়। সোনা মিয়াকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।  

স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক মো. এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিহত ওই যুবকের শরীরে তিনটি গুলির চিহ্ন দেখা গেছে।”

ওসি জানান, পুলিশ ঘটনাস্থলে দুটি বন্দুক ও গুলির আটটি খোসা পেয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য টেকনাফ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।