চমেকে বহির্বিভাগে টিকেটে চিকিৎসা নিলেন মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিন পিঠের ব্যথায় থেরাপি নিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2015, 08:59 PM
Updated : 23 May 2015, 08:59 PM

শনিবার বেলা সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত হাসপাতালের ফিজিকেল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক শওকত আলীর তত্ত্বাবধানে তার পিঠে থেরাপি দেওয়া হয়।

আ জ ম নাছিরের ব্যক্তিগত সহকারী রায়হান ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্বাচনের সময়ই তার পিঠে ও কোমরে ব্যথা শুরু হয়। এতদিন ব্যস্ত থাকায় তিনি চিকিৎসা নিতে পারেননি।

“শনিবার সাধারণ রোগীর মত বহির্বিভাগ থেকে টিকেট নেন মেয়র। তারপর তিনি থেরাপি নেন।” 

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিএমএ চট্টগ্রাম ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ মেয়রের সংবর্ধনার আয়োজন করে।

“অনুষ্ঠানে যোগ দিতে আসার আগেই তিনি থেরাপি নিতে যান। তিনি আগেই চিকিৎসকের পরামর্শ নিয়েছিলেন। তাকে থেরাপি নিতে বলা হয়। ডা. শওকত আলী এসময় উপস্থিত ছিলেন।”

মেয়রের চিকিৎসা নেওয়ার খবরে সংবর্ধনা অনুষ্ঠানের জন্য মিলনায়তনে অপেক্ষমাণ চমেকের উর্ধ্বতন কর্মকর্তা ও চিকিৎসক নেতারা সেখানে যান। পরে মেয়র সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।