সাগর থেকে উদ্ধার ২০৮: মিয়ানমার যাচ্ছে বাংলাদেশের প্রতিনিধি দল

মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার ২০৮ জনের নাগরিকত্ব নিশ্চিতে মিয়ানমার যাচ্ছেন বাংলাদেশের একটি প্রতিনিধি দল।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2015, 07:09 PM
Updated : 23 May 2015, 07:09 PM

টেকনাফ বিজিবি ৪২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী শনিবার রাতে এ তথ্য জানান।

প্রতিনিধি দলটি রোববার সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফ স্থল বন্দরের জেটি দিয়ে মিয়ানমার যাবে।

বিজিবি কর্মকর্তা আবু রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  উদ্ধার হওয়া ২০৮ জনের বিষয়ে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) একটি চিঠি দিয়েছে বিজিবিকে।

এসব অভিবাসীদের নাগরিকত্ব সর্ম্পকে জানতে রোববার বিজিবির কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল মো. খালেকুজ্জামানের নেতৃত্বে বাংলাদেশের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল মিয়ানমার যাচ্ছে।

প্রতিনিধি দলে বিজিবি ছাড়াও কক্সবাজার জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের প্রতিনিধিও থাকছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার সকালে মিয়ানমারের জলসীমায় সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার চক্রের হাতে জিম্মি থাকা ২০৮ জনকে উদ্ধার করে মিয়ানমারের নৌ-বাহিনী।

এরপর থেকে মিয়ানমার কর্তৃপক্ষ উদ্ধার করা এসব অভিবাসীকে বাংলাদেশি নাগরিক বলে দাবি করে আসছে। উদ্ধার হওয়া অভিবাসীরা বর্তমানে মিয়ানমার নৌ-বাহিনীর হেফাজতে রয়েছে।