ভাসানীতে ছাত্র নিহত: মামলার ১ আসামি গ্রেপ্তার

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোশাররফ হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2015, 03:00 PM
Updated : 23 May 2015, 03:08 PM

শনিবার দুপুরে জামালপুর শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের ওসি গোলাম মাহফিজুর রহমান।

গ্রেপ্তার ওমর ফারুক ওই বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের ছাত্র এবং টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ফুলতারা গ্রামের আব্দুল হাকিমের ছেলে।

ওসি গোলাম মাহফিজুর বলেন, ফারুককে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ চলছে। রোববার তাকে আদালতে হাজির করা হবে।

গত ১৩ মে বুধবার বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ‘ছাত্রলীগের’ দুই পক্ষের সংঘর্ষে নিহত হন পদার্থ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র মোশারফ হোসেন।

পরে ১৬ মে ওই ছাত্রের বাবা শহীদুল ইসলাম বাদী হয়ে টাঙ্গাইল মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে নাম উল্লেখ করা ১৪ আসামির একজন ওমর ফারুক।