নওগাঁয় প্রতিপক্ষের হামলায় তরুণী নিহত

নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের পিটুনিতে এক তরুণীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ওই তরুণীর মা ও ছোটবোন।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2015, 12:48 PM
Updated : 23 May 2015, 12:48 PM

নিহত ফেন্সি বিবি (২৫) কালিকাপুর ইউনিয়নের অনাথ সিমলা গ্রামের মৃত সৈয়দ আলী মেয়ে।

মান্দা থানার ওসি মোজাফফর হোসেন জানান, শনিবার দুপুর ১২টার দিকে অনাথ সিমলা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত নূরুন্নাহার বেগম (৫৫) ও তার মেয়ে মিলি খাতুনকে (১৭) আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। 

হামলাকারীরা পিটিয়ে দুজনের হাত-পা ভেঙে দিয়েছে বলে গ্রামবাসীদের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা মোজাফফর জানান।

ওসি বলেন, “দীর্ঘদিন ধরে গ্রামের নূরুন্নাহারের সঙ্গে জমি নিয়ে প্রতিবেশী আইনাল হক, জামাল উদ্দিন ও গিয়াস উদ্দিনের বিরোধ চলে আসছিল। এর জের ধরে প্রায় দুই মাস আগে প্রতিপক্ষরা নূরুন্নাহারের মেয়ে মিলিকে পিটিয়ে জখম করে। ওই ঘটনায় জামাল, আব্দুস সামাদ ও হাবিবুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা হয়। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিলে আরেকটি মামলা করেন নূরুন্নাহার।

এসবের জের ধরে শনিবার দুপুরের দিকে আইনাল, জামাল, গিয়াস ও হাবিবুরসহ ১০/১২ জন সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নূরুন্নাহারের বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির ভেতর ঢুকে ঘণ্টাব্যাপী ভাংচুর ও লুটপাট চালায় এবং ফেন্সি, নূরুন্নাহার ও মিলিকে পিটিয়ে হাত-পা ভেঙে দেয়।”

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফেন্সিকে মৃত ঘোষণা করেন বলে জানান পুলিশ কর্মকর্তা মোজাফফর।