ঢাকায় অপহৃত শিশু বাগেরহাটে উদ্ধার

ঢাকার যাত্রাবাড়ী থেকে অপহৃত এক শিশুকে বাগেরহাট থেকে উদ্ধার করেছে পুলিশ।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2015, 12:30 PM
Updated : 23 May 2015, 12:30 PM

শনিবার বিকালে বাগেরহাট কেন্দ্রিয় বাস টার্মিনাল থেকে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধার তাজরিয়ান জামান তাজবীর (০৭) ঢাকার যাত্রাবাড়ীর কাজলা এলাকার চাঁন মিঞা রোডের ব্যবসায়ী মনিরুজ্জামানের ছেলে। সে ঢাকার মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

এ সময় অপহরণে জড়িত অভিযোগে সোহেল রানা (১৮) নামে এক যুবককে আটক করা হয়েছে।

সোহেল বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার গুলিশাখালি গ্রামের মো. বেলাল চৌকিদারের ছেলে। তিনি তাজবীরদের বাড়িতে কেয়ারটেকার হিসেবে কাজ করতেন।

বাগেরহাট মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মো. ইমান আলী জানান, সোহেল শিশুটিকে স্কুল ও কোচিং সেন্টারে আনা-নেওয়ার কাজ করত। শুক্রবার বিকালে কোচিং সেন্টারে যাওয়ার কথা বলে সোহেল তাকে নিয়ে বাড়ি থেকে বের হয়। এর পর তারা আর বাড়িতে ফেরেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাদের না পেয়ে পুলিশকে জানায়।

তিনি বলেন, তাজবীরকে নিয়ে সোহেল শনিবার দুপুরে মোরেলগঞ্জে যাচ্ছিল। এসময় বাগেরহাট কেন্দ্রিয় বাস টার্মিনালে স্থানীয়দের সন্দেহ হলে শিশুসহ সোহেলকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।

ঘটনাটি যাত্রাবাড়ী থানায় জানানো হয়েছে।  সোহেল ও শিশুটিকে নিয়ে যেতে ঢাকা থেকে পুলিশ আসছে বলে জানান তিনি।