বান্দরবানে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

বান্দরবানের অভ্যন্তরীণ পাঁচটি রুটে রোববার থেকে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2015, 10:59 AM
Updated : 23 May 2015, 10:59 AM

শনিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক সমঝোতা বৈঠক শেষে পূর্ব ঘোষিত এ ধর্মঘট প্রত্যাহার করা হয় বলে জানিয়েছেন বান্দরবান ট্রাক,জিপ,মাইক্রো, অটোরিকশা,মাহিন্দ্র মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুল কাশেম।

তিনি বলেন, জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সফল আলোচনার পর রোববার সকাল থেকে বান্দরবানের অভ্যন্তরীণ পাঁচটি রুটে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন,পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য, সদর উপজেলা চেয়ারম্যান ও পরিবহন মালিক সমিতির সভাপতি আবদুল কুদ্দুছ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এসমং প্রমুখ।

গত ১৯ মে বান্দরবানে রোয়াংছড়ি উপজেলায় পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) নেতা প্রীতি ভূষণ তঞ্চঙ্গ্যাকে নিরাপত্তাবাহিনীর সদস্যরা গুলি করে আটক করার পর বিক্ষুব্ধ জনতা একটি ট্রাক ও জিপ ভাংচুর চালায়।

এ ঘটনার প্রতিবাদে ও অপরাধীর শাস্তির দাবিতে রোববার সকাল থেকে অভ্যন্তরীণ পাঁচটি রুটে অনির্দিষ্টকালের এ পরিবহন ধর্মঘট ডাকে বান্দরবান বাস, ট্রাক, জিপ, মাইক্রো, অটোরিকশা ও মাহিন্দ্র মালিক সমিতি।