সিরাজগঞ্জে ট্রাক-বাস সংঘর্ষে নিহত ১০

সিরাজগঞ্জে একটি ট্রাক ও দুটি বাসের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ১০জন নিহত হয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2015, 10:25 AM
Updated : 23 May 2015, 12:51 PM

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে শনিবার বিকাল ৩টার দিকে কামারখন্দ উপজেলার কোনাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

দুর্ঘটনায় অন্তত ৪৮ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

দুর্ঘটনার পরপরই বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি হেলাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও চারজন।

হাসপাতালে নেওয়ার পর চারজনের মৃত্যু হয় বলে সিরাজগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফরিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

১০টি লাশই সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে রয়েছে। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী টিনবোঝাই একটি ট্রাক চাকা ফেটে নিয়ন্ত্রণ হারাল বিপরীতমুখী দুটি বাসের সঙ্গে এর সংঘর্ষ ঘটে।

গাইবান্ধা থেকে ঢাকাগামী অন্তর পরিবহনের বাসটির সঙ্গে প্রথমে ট্রাকটির সংঘর্ষ হয়। একই সময় পেছন থেকে নাবিল এন্টারপ্রাইজের অন্য বাসটি অন্তর পরিবহনের বাসটিকে ধাক্কা দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

এই দুর্ঘটনার কারণ মহাসড়কে যানজট সৃষ্টি হয়।