পাম্প নষ্ট, পানি সঙ্কটে শাবির ছাত্রীরা

চার দিন ধরে পাম্প নষ্ট থাকায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুটি ছাত্রী হলে পানির ভোগান্তিতে আছেন শিক্ষার্থীরা।

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2015, 06:24 AM
Updated : 23 May 2015, 06:24 AM

গত মঙ্গলবার সন্ধ্যার পর থেকে প্রথম ছাত্রী হল ও বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রী হলে পানি সরবরাহকারী পাম্পের মোটর পুড়ে যাওয়ার  পর থেকে কর্তৃপক্ষ সিলেট বিজিবি সদর দপ্তর থেকে প্রতিদিন একবার খাবারের পানি এবং সিটি করপোরেশন থেকে দৈনন্দিন ব্যবহারের পানি সরবরাহ করছে।

কিন্তু প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত পানি সরবরাহ এবং চার দিনেও পাম্প মেরামতের ব্যাপারে কর্তৃপক্ষের কাছ থেকে কোনো আশা না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন শিক্ষার্থীরা।

প্রথম ছাত্রী হলের পদার্থবিজ্ঞান বিভাগের এক ছাত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পানির অভাবে অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়েছে।

“দিনে একবার পানি দিচ্ছে, তাতে এত ছাত্রীর মাঝে কেউ পাচ্ছে, তো কেউ পাচ্ছে না।”

হল কর্তৃপক্ষ পানি সঙ্কটের বিষয়টি সাংবাদিকদের কাছে জানাতে নিষেধ করেছে, এমন অভিযোগও করলেন কয়েকজন ছাত্রী।

প্রথম ছাত্রী হলের প্রাধ্যক্ষ মাহরুবা শারমিন চৌধুরী এবং বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রী হলের প্রাধ্যক্ষ রোকসান বেগমকে কল করা হলেও তারা ফোন ধরেননি।

পাম্পটির অপারেটর জাকির তালুকদার জানান, পুড়ে যাওয়া মোটরটি মেরামতের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। 

মোটর মেরামত হয়ে কবে ফিরে আসবে কিংবা নতুন মোটর কেনা হবে কী না তা জানাতে পারেননি তিনি।

বিশ্ব^বিদ্যালয় ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ইলিয়াস উদ্দিন বিশ্বাস জানান, এ ধরনের মোটর সিলেটে না পাওয়া যাওয়াতেই সমস্যা দেখা দিয়েছে।

 “আমরা সর্বাত্মক চেষ্টা করছি। আশা করছি কয়েক দিনের মধ্যে ঠিক হয়ে যাবে,” বলেন তিনি।