টেকনাফে সন্দেহভাজন মানব পাচারকারী গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফ থেকে সন্দেহভাজন এক মানব পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি মালয়েশিয়ায় থাকা আত্মীয়দের সহায়তায় পাচারে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2015, 05:18 AM
Updated : 23 May 2015, 05:18 AM

গ্রেপ্তার মোহাম্মদ ইউসুফের (৫৫) বাড়ি টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা গ্রামে।

শনিবার ভোর সাড়ে ৪টার দিকে গ্রামের বাড়ি থেকে ইউসুফকে গ্রেপ্তার করা হয় বলে টেকনাফ থানার  ওসি আতাউর রহমান খন্দকার জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইউসুফ মূলত দেশে এবং বিদেশে থাকা আত্মীয়দের  মাধ্যমে মানব পাচারে সমন্বয়কের কাজ করেন।

“তার বিরুদ্ধে কোনো মামলা না থাকলেও পাচারে সহায়তা করতেন বলে অভিযোগ ছিল। তবে তার কয়েক আত্মীয়র বিরুদ্ধে মানব পাচারের মামলা রয়েছে।”

ইউসুফের সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি আতাউর।

সম্প্রতি থাইল্যান্ডের জঙ্গলে মানবপাচারকারীদের আস্তানা খুঁজে পাওয়ার পর বিশ্বজুড়ে তুমুল আলোচনার মধ্যে বাংলাদেশেও অপরাধীদের ধরতে অভিযান জোরদার করা হয়।

১০ হাজার ইয়াবাসহ ২ ভাই আটক

সন্দেহভাজন মানব পাচারকারী ইউসুফকে আটকের আধা ঘণ্টা পর একই গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রেতা দুই ভাইকে গ্রেপ্তার করেছে টেকনাফ থানা পুলিশ।

ওসি আতাউর জানান, ভোর ৫টার দিকে সিরাজুল ইসলাম (২৯) শফিউল ইমলামকে (২৬) তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

বাড়ি তল্লাসি করে ১০ হাজার ইয়াবা পাওয়া যায় বলে জানান তিনি।