‘মানবপাচারে এমপিরাও জড়িত, তাদের ধরুন’

মানবপাচারের সঙ্গে ক্ষমতাসীন দলের ‘অনেক’ সাংসদের সম্পৃক্ততার অভিযোগ এনে তাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে গণজাগরণ মঞ্চ।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2015, 06:30 PM
Updated : 22 May 2015, 06:51 PM

শুক্রবার বিকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক সমাবেশে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, “সরকার দলীয় অনেক এমপি মানবপাচারের সঙ্গে জড়িত। যারা মানবপাচারে জড়িত তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

সাগরে নৌযানে আটকেপড়াদের রক্ষায় পদক্ষেপের দাবিতে এই সমাবেশের আয়োজন করে গণজাগরণ মঞ্চ।

ইমরান বলেন, “সরকার বাংলাদেশের নাগরিকদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এই মানবপাচার রোধ করতে দেশের মানুষের সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

সাগরে ভাসমানদের রক্ষা করে পুনর্বাসন এবং রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘসহ প্রতিবেশী দেশগুলোর মাধ্যমে মিয়ানমারের উপর চাপ তৈরির জন্য পদক্ষেপ নিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

ইমরান এইচ সরকার বলেন, “বাংলাদেশ আয়তনে অনেক ছোট। এই দেশে ১৬ কোটিরও বেশি মানুষ বসবাস করে।

“আবার এই দেশে চার লক্ষের বেশি রোহিঙ্গার জন্য জায়গা অপ্রতুল। তাই প্রতিবেশী দেশগুলোর মাধ্যমে মিয়ানমার সরকারের উপর চাপ প্রয়োগ করতে হবে।”