সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ

সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে ঢাকার নবাবগঞ্জ থানার উপ-পরির্দশক আবুল বাশারের বিরুদ্ধে।

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2015, 04:04 PM
Updated : 22 May 2015, 04:04 PM

শুক্রবার বিকালে নবাবগঞ্জ থানায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, ইত্তেফাক ও দিনকালের প্রতিনিধিরা এ ঘটনার শিকার বলে অভিযোগ করেন।

নবাবগঞ্জে শুক্রবার বিকাশ এজেন্ট অফিসে চুরি ও বৃহস্পতিবার রাতে কয়েকজন আটক ব্যক্তির সম্পর্কে তথ্য জানতে তারা থানায় যান।  

তারা জানান, বিকাল ৩টার দিকে এ তিন সাংবাদিক তথ্য সংগ্রহে থানায় গিয়ে উপ-পরিদর্শক আবুল বাশারের কাছে তথ্য চাইলে তিনি উত্তেজিত হয়ে নানা কটূক্তি করেন এবং এদের একজনকে ধাক্কা দেন।

পরে উত্তেজিত হয়ে রাত ১০টার পরে আসতে বলে তাদের থানা থেকে বের হয়ে যেতে বলেন।

নবাবগঞ্জ থানার ওসি সায়েদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে কেরানীগঞ্জ সার্কেলের এএসপি মিনহাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি আমি দেখছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

উপ-পরির্দশক আবুল বাশারের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি পরে কথা বলবেন জানিয়ে ফোন রেখে দেন।