ছুটির ‍দিনে সড়কে ঝরল ৯ প্রাণ  

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে এক সেনা কর্মকর্তাও রয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2015, 03:52 PM
Updated : 22 May 2015, 03:53 PM

তিন জেলায় দুপুর পর্যন্ত এ সকল দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো সংবাদ

পঞ্চগড়

সদর উপজেলায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে পাঁচজনই পরস্পরের আত্মীয়।

শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে চারমাইলের জগদল এলাকায় পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে এ দুর্ঘটনা আরেক শিশু আহত হয়েছে।

পঞ্চগড় থানার ওসি মো. মমিনুল ইসলাম জানান, নিহতরা সবাই অটোরিকশার আরোহী ছিলেন।

অটোরিকশার চালকও এ দুর্ঘটনায় নিহত হয়েছেন।

নিহতরা হলেন- আমিরুল ইসলাম (৩৬), তার স্ত্রী জেসমিন (২৫), তাদের মেয়ে অর্পি (৬), তাদের আত্মীয় দশম শ্রেণির ছাত্র মনির এবং আমিরুলের চাচাতো ভাই অটো চালক মোস্তাফিজুর রহমান (৩০)।

এদের সবার বাড়ি সাতমেড়া ইউনিয়নের জামুরিবাড়ি গ্রামে।

নিহত আরেক নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত শিশুটির পরিচয়ও জানাতে পারেনি পুলিশ। তাকে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইউপি সদস্য গোলাম রসুল জানান, নিহত আমিরুল পরিবারের সদস্যদের নিয়ে ভাইয়ের অটোরিকশায় করে জামুরি বাড়ি থেকে শহরের মসজিদ পাড়ায় তাদের আত্মীয় মীরগড় হাইস্কুলের সহকারী শিক্ষক মকবুলার রহমানের বাসায় দাওয়াত খেতে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি মোমিনুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পঞ্চগড় থেকে তেঁতুলিয়াগামী ট্রাকটি বেপরোয়া গতিতে এসে সামনে থেকে অটোরিকশাটিকে ধাক্কা দেয়।

“এতে অটোটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই ছয়জন নিহত হন।”

সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে দ্রুতগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে দুই জনের মৃত্যু হয়েছে।

সকাল সাড়ে ১১টার দিকে কামারখন্দ উপজেলার কোনাবাড়ির মফিজের মোড়ে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি হেলাল উদ্দিন বলেন, ঢাকা থেকে দিনাজপুরগামী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়, তারপর খাদে পড়ে যায়।

ট্রাকের পাঁচ আরোহীর মধ্যে দুজন ঘটনাস্থলেই নিহত হন। আরও দুজনকে আহত অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

নিহতদের লাশ থানা হেফাজতে রাখা হয়েছে বলে জানান ওসি।

মুন্সীগঞ্জ

মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রাইভেটকার দুর্ঘটনায় এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন, আহত হয়েছেন আরেক কর্মকর্তাসহ দুজন।

গজারিয়া থানার ওসি ফেরদৌস হোসেন জানান, দুপুরে বালুয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফজলুল কাইয়ুম (৩৩) সেনাবাহিনীতে মেজর পদে কর্মরত ছিলেন। তিনি ঢাকার কলাবাগান এলাকায় থাকতেন।

আহতরা হলেন- নৌ বাহিনীর লেফটেন্যান্ট মাফিউর রহমান (২৭) এবং গিয়াসউদ্দিন (২৫) নামে এক পিয়ন।

তাদের নারায়ণগঞ্জের সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

গজারিয়া থানার ওসি বলেন, পিয়ন গিয়াসউদ্দিনসহ সশস্ত্র বাহিনীর ওই দুই কর্মকর্তা একটি গোয়েন্দা প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য কুমিল্লা ক্যাটনমেন্ট থেকে ঢাকা ক্যান্টনমেন্টে যাচ্ছিলেন। মেজর ফজলুল নিজেই গাড়িটি চালাচ্ছিলেন।

পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে ফজলুল গুরুতর আহত হন। ঘটনার পরপর সেনাবাহিনীর একটি গাড়ি এসে আহত মেজরকে উদ্ধার করে নারায়ণগঞ্জের সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার লাশ ঢাকা ক্যান্টনমেন্টের উদ্দেশে পাঠানো হয়েছে বলে জানান ওসি ফেরদৌস।