কারবাইড দেওয়া আম ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় বিষাক্ত কারবাইড মেশানো দুইশ কেজি আম ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2015, 02:47 PM
Updated : 22 May 2015, 02:47 PM

বিষাক্ত কারবাইড দিয়ে আম পাকানোর অভিযোগে এক আম ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানাও করে ওই আদালত।

নির্বাহী ম্যাজিট্রেট ইকবাল হোসেনের নেতৃত্বে শুক্রবার দুপুরে উপজেলার আদর্শপাড়ায় এই অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।

কোটচাঁদপুর সার্কেলের  এএসপি জাহিদুর রহমান জানান, গোপন সংবাদ পেয়ে আদর্শপাড়া এলাকায় জামিল মিয়ার মিলে অভিযান চালিয়ে আম ব্যবসায়ী শহিদুল ইসলামকে আটক করা হয়। 

এ সময় ভ্রাম্যমাণ আদালত কারবাইড মেশানো দুশ কেজি আম আটক করার পর ধ্বংস করে।

কারবাইড দেওয়ার অপরাধে শহীদুল ইসলামকে পাঁচ হাজার টাকা জরিমানাও করা হয় বলে নিশ্চিত করেন এএসপি জাহিদুর।