গজারিয়ায় দুর্ঘটনায় সেনা কর্মকর্তা নিহত

মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রাইভেটকার দুর্ঘটনায় এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন, আহত হন আরেক কর্মকর্তাসহ দুজন।

জ্যেষ্ঠ প্রতিবেদকও মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2015, 11:29 AM
Updated : 22 May 2015, 04:52 PM

গজারিয়া থানার ওসি ফেরদৌস হোসেন জানান, শুক্রবার দুপুরে বালুয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফজলুল কাইয়ুম (৩৩) সেনাবাহিনীতে মেজর পদে কর্মরত ছিলেন। তিনি ঢাকার কলাবাগান এলাকায় থাকতেন।

আহতরা হলেন- নৌ বাহিনীর লেফটেন্যান্ট মাফিউর রহমান (২৭) এবং গিয়াসউদ্দিন (২৫) নামে এক পিয়ন।

তাদের নারায়ণগঞ্জের সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

গজারিয়ার ওসি বলেন, পিয়ন গিয়াসউদ্দিনসহ সশস্ত্র বাহিনীর ওই দুই কর্মকর্তা একটি গোয়েন্দা প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে ঢাকা ক্যান্টনমেন্টে যাচ্ছিলেন। মেজর ফজলুল নিজেই গাড়িটি চালাচ্ছিলেন।

পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে ফজলুল গুরুতর আহত হন। ঘটনার পরপর সেনাবাহিনীর একটি গাড়ি এসে আহত মেজরকে উদ্ধার করে নারায়ণগঞ্জের সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার লাশ ঢাকা ক্যান্টনমেন্টে পাঠানো হয়েছে বলে জানান ওসি ফেরদৌস।