বেনাপোলে অস্ত্রসহ ব্যবসায়ী আটক

যশোরের ঝিকরগাছা উপজেলায় একটি মাছের ঘের থেকে পাঁচটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2015, 11:00 AM
Updated : 22 May 2015, 11:00 AM

ওই সময় এক ব্যক্তিকে আটক করা হয়, যিনি চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী বলে দাবি করছে র‌্যাব।

শুক্রবার ভোরে কাউরিয়া গেটপাড়া গ্রামে এ অভিযান চালানো হয় বলে র‌্যাব জানিয়েছে।

আটক কাজি মাহাবুবুর রহমান ওরফে কালা বাচ্চু (৪০) কাউরিয়া গ্রামের কাজি সৈয়দ আহম্মেদের ছেলে। 

যশোর র‌্যাব-৬ অধিনায়ক মেজর মোহাম্মাদ আশরাফ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে  জানান, ভোরে স্কোয়াড্রন লিডার নিয়াজ মোহাম্মদ ফয়সাল এবং এএসপি শাহেদ আহমেদের নেতৃত্বে র‌্যাবের টহলদল গেটপাড়া গ্রামে মাছের ঘেরে অভিযান চালায়।

এ সময় কালা বাচ্চুকে আটক করে তার কাছ থেকে একটি বিদেশি নাইন এমএম পিস্তল, তিনটি ওয়ান শুটার গান ও একটি পাইপ গান, একটি ম্যাগাজিন এবং ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।  

মেজর আশরাফ আরও জানান, কালা বাচ্চু একজন পেশাদার খুনি, ডাকাত এবং তার নামে যশোরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায়ও একটি মামলা করা হয়েছে বলে জানান আশরাফ।