মানিকগঞ্জের মন্দিরে অগ্নিসংযোগ, আটক ২

মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরি গ্রামে একটি কালী মন্দিরে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

মানিকগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2015, 10:37 AM
Updated : 22 May 2015, 10:45 AM

বৃহস্পতিবার রাতে এই ঘটনার পর স্থানীয় সিংজুরী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্যসহ দুই জনকে আটক করেছে পুলিশ। 

ঘিওর থানার ওসি শওকত আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ইউপি সদস্য আক্কাস আলী ও তার ছেলে আল-মামুনকে আটক করা হয়েছে।

মন্দির কমিটির সভাপতি গৌড় চন্দ্র দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিংজুরী বাজারে ৬ শতক জমির উপর সার্বজনীন কালী মন্দিরটি অবস্থিত।

তিন বছর ধরে মন্দিরের ৬ শতক জমির মালিকানা নিয়ে ইউপি সদস্য আক্কাস আলীর ছেলে মামুনের সঙ্গে মন্দির কমিটির মামলা চলে আসছে।

এক বছর আগে মন্দিরের পক্ষে রায় দেয় মানিকগঞ্জের একটি আদালত।

মন্দির কমিটির সভাপতি আরও জানান, মামুন বিভিন্নভাবে মন্দিরের জমি দখলের চেষ্টা করে আসছে। এর প্রেক্ষিতে শুক্রবার রাত একটার পর ওই মন্দিরের তিনটি মূর্তি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় বলেও আভিযোগ করেন তিনি।

ঘটনার সঙ্গে আক্কাস আলী ও তার ছেলে মামুন জড়িত থাকতে পারে বলেও অভিযোগ করেন তিনি।