গাইবান্ধায় জমির বিরোধে কিশোর খুন

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধের জেরে এক কিশোর খুন হয়েছে, আহত হয়েছেন আরও দুইজন।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2015, 09:16 AM
Updated : 22 May 2015, 09:16 AM

শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের ছোট দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুশীল চন্দ্র মহন্ত (১৫) ওই গ্রামের নারায়ণ চন্দ্র মহন্তের ছেলে। আহত দুজন হলেন- মানিক চন্দ্র মহন্ত ও একই গ্রামের এখলাছ উদ্দিন মুন্সীর ছেলে আব্দুল হান্নান ওরফে বিপুল (২০)।

গুরুতর আহত আব্দুল হান্নানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মানিক মহন্তকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সাদুল্লাপুর থানার এসআই জয়নুল আবেদিন বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে জানান, জমি নিয়ে এখলাছ মুন্সীর সঙ্গে তার ছোট ভাই মোখলেছ উদ্দিনের বিরোধ রয়েছে। এ নিয়ে একাধিক মামলাও রয়েছে।

এর জের ধরে সম্প্রতি দুই পরিবারের মধ্যে মারামারির পর মোখলেছ প্রকাশ্যিই হান্নানকে হত্যার হুমকি দেয়।

“বৃহস্পতিবার রাতে মোখলেছ লোকজন নিয়ে নিখিলের বাড়িতে হান্নানের ওপর হামলা চালায়। গ্রামবাসী এ সময় ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করলে হান্নান দৌঁড়ে প্রাণে রক্ষা পান।

“চিৎকার শুনে সুশীল ও তার কাকা মনিক চন্দ্র মহন্ত ঘর থেকে বেরিয়ে এলে হামলাকারীরা সুশীলকে ছুরিকাঘাত করে এবং মানিককে পিটিয়ে পালিয়ে যায়।”

উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সুশীলের মৃত্যু হয় বলে এসআই জয়নুল জানান।

এ ঘটনায় একটি হত্যা মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

সাদুল্লাপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনার পর থেকে মোখলেছ ও তার পরিবারের লোকজন পলাতক।