রাবিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু, প্রতিমন্ত্রীর অনুষ্ঠান স্থগিত

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2015, 05:04 PM
Updated : 21 May 2015, 05:04 PM

এ ঘটনার পর রাজশাহী অঞ্চলের জাতীয় হাইস্কুল প্রোগামিং প্রতিযোগিতা ২০১৫ এর অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সামিউল ইসলাম সাদ (২২) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

সামিউল গাইবান্ধার সাদুল্লাহপুর উপজেলার আবদুল মালেক সরকারের ছেলে।

মতিহার থানার ওসি অশক চৌহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাজশাহী অঞ্চলের জাতীয় হাইস্কুল প্রোগামিং প্রতিযোগিতা ২০১৫ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে। এই উপলক্ষে কয়েকজন শিক্ষার্থী সেখানে সাজ-সজ্জার কাজ করছিলেন।

সন্ধ্যা ৭টার দিকে সামিউল অনুষ্ঠানস্থলে বিদ্যুতের তার জড়ানো একটি লোহার স্ট্যান্ড ধরলে বিদ্যুৎস্পৃষ্ট হন। সহপাঠীরা দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি একরামুল হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজশাহী বিভাগীয় অনুষ্ঠান হিসেবে এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজন করার কথা রয়েছে।

দুর্ঘটনায় এ বিভাগের শিক্ষার্থী মারা যাওয়ার কারণে তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ ইসলাম পলকের সঙ্গে কথা বলে অনুষ্ঠানটি আপাতত স্থগিত করা হয়েছে বলে জানান তিনি।