দু’ঘণ্টার অনুষ্ঠান চার ঘণ্টা টেনেও হল না

বক্তার সংখ্যার কারণে দুই ঘণ্টার আলোচনা চার ঘণ্টার বেশি টেনে নিয়ে গিয়েও বক্তব্যেই পেরিয়ে যায় অনুষ্ঠান, হয়নি আলোচনা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2015, 03:04 PM
Updated : 21 May 2015, 05:43 PM

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের আয়োজনে ‘আন্ডারস্ট্যান্ডিং দি চেঞ্জিং প্যাটার্নস অব ক্রাইম অ্যান্ড ভায়োলেন্স: দি রোল অব ক্রিমিনোলজি ইন বাংলাদেশ’ শীর্ষক এই গোলটেবিল আলোচনায় আমন্ত্রিত ছিলেন ৪০ জন বক্তা, বক্তব্য রাখেন ৩৮ জন।

বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে শাপলা কনফারেন্স হলে অনুষ্ঠিত এ আলোচনায় উপস্থিতদের অর্ধেক বক্তব্য দিতেই শেষ হয় নির্ধারিত সময় দুপুর ১টা।

সব অতিথির বক্তব্য শেষ হতে হতে ঘড়ির কাঁটা ৩টার দিকে।

অনুষ্ঠানে অংশ নেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন, পুলিশের সাবেক মহাপরিদর্শক নুরুল হুদা, বর্ডার গার্ড বাংলাদেশের প্রতিনিধি কর্নেল তৌহিদ, সাবেক তথ্য কমিশনার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সাদেকা হালিম, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষক অনুরাগ চাকমা, নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, ফায়জুল হক রাজু, আওয়ামী লীগের সহ-সম্পাদক রাশেক রহমান, জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসআই) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল আলম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজ, কোস্টগার্ডের অতিরিক্ত মহাপরিচালক কমোডর ইয়াহিয়া সাইফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক হাফিজুর রহমান কার্জন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শান্তনু মজুমদার, ব্যারিস্টার তানিয়া আমীর, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান, গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম, সিআইডির বিশেষ পুলিশ সুপার শেখ মোহাম্মদ রেজাউল হায়দার, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) কাউন্টার ইন্টেলিজেন্স বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তৌহিদুল ইসলামসহ কয়েকজন সাংবাদিক ও মানবাধিকার কর্মী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অপরাধ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জিয়া রহমান।

অনুষ্ঠানে আলোচকদের থেকে প্রশ্ন থাকলেও সময় স্বল্পতার কারণে আলোচনার সুযোগ পাননি কেউই।

গোলটেবিল আলোচনাটি আয়োজনের দায়িত্বে থাকা অপরাধ বিজ্ঞান বিভাগের শিক্ষক সৈয়দ মাহফুজুল হক মার্জানকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের বিভাগটি নতুন। সেই হিসেবে আমাদের যারা স্টেক হোল্ডার তাদের সকলকেই আমন্ত্রণ জানানো হয়েছিল। এটা আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে, ফোকাসড আলোচনা হয়েছিল কি না। তবে আমি মনে করি আমাদের যেটা লক্ষ্য ছিল, সে বিষয়টি ফুলফিল হয়েছে।

“ফোকাসড আলোচনার বিষয়ে হয় তো কিছু ল্যাকিংস ছিল। নতুন বিভাগ হিসেবে আমাদের কিছু ভুল-ত্রুটি থাকতেই পারে।”