আলতাদীঘি উদ্যানে মেছোবাঘের ৫ শাবক

নওগাঁর ধামইরহাটে আলতাদীঘি জাতীয় উদ্যানে একটি মেছোবাঘের পাঁচটি শাবক হয়েছে।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2015, 12:52 PM
Updated : 21 May 2015, 12:52 PM

বনবিট কর্মকর্তা লক্ষণ চন্দ্র ভৌমিক জানান, শুক্রবার সন্ধ্যায় মইশড় গ্রামের নুক্তিয়ার রহমান শালবন সংলগ্ন রাস্তা দিয়ে যাওয়ার সময় শালবনে মেছোবাঘের শাবকগুলি দেখতে পেয়ে তাকে খবর দেন।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যান তিনি। পরে শাবকগুলির নিরাপত্তার ব্যবস্থা করে তাদের বনের ভেতর যাওয়ার সুযোগ করে দেন।

চার বছর আগে দুইশ বছরের প্রাচীন শালবনবেষ্টিত ধামইরহাট আলতাদীঘি এলাকাকে জাতীয় উদ্যান ঘোষণা করা হয়। এরপর ওই বনে একজোড়া মেছোবাঘ অবমুক্ত করা হয়।