কক্সবাজারের ১৬ জনের নামে ট্রাইব্যুনালের পরোয়ানা

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে কক্সবাজারের ১৬ ব্যক্তিকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2015, 12:15 PM
Updated : 21 May 2015, 12:15 PM

বৃহস্পতিবার প্রসিকিউশনের আবেদনে সাড়া দিয়ে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেয়।

আদেশ বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৭ জুলাই দিন ঠিক করে ট্রাইব্যুনাল।

প্রসিকিউটর রেজিয়া সুলতানা খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তদন্তের স্বার্থে প্রসিকিউটর রানা দাশগুপ্তের আবেদনে সাড়া দিয়ে কক্সবাজারের ১৬ ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।

“নাম প্রকাশ করলে পালিয়ে যাওয়ার আশঙ্কা আছে বলে গ্রেপ্তার হওয়ার আগে এই ব্যক্তিদের নাম প্রকাশ করা হচ্ছে না।”

এ নিয়ে কক্সবাজারের বিভিন্ন উপজেলার মোট ১৯ ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো বলে জানান তিনি।

এর আগে গত ১ মার্চ কক্সবাজারের আরো তিন ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এরা হলেন- কক্সবাজার জেলার সালামত উল্লাহ খান, জাকারিয়া ও রশিদ মিঞা।