কথিত বাস চাপায় সর্বহারা নেতা নিহত

সর্বহারা দলের এক নেতা র‌্যাবের হাতে আটক হওয়ার পর সিরাজগঞ্জের সলঙ্গায় কথিত বাস চাপায় নিহত হয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 May 2015, 02:23 PM
Updated : 7 May 2015, 02:23 PM

বৃহস্পতিবার ভোরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গার লামিয়া পেট্রোল পাম্পের কাছ থেকে পুলিশ জাহাঙ্গীর আলমের (৩৪) লাশ উদ্ধার করে। 

জাহাঙ্গীর পাবনার আতাইকুলা থানার যাত্রাপুর গ্রামের আক্কাস আলীর ছেলে।

তিনি নিষিদ্ধ ঘোষিত সর্বহারা দলের একটি ইউনিটের থার্ড-ইন-কমান্ড হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে র‌্যাব জানিয়েছে।

র‌্যাব-১২ এর পরিচালক অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল মাহমুদ জানান, র‌্যাবের অপরাধ দমন বিশেষ শাখার সদস্যরা বুধবার পাবনার আটঘরিয়া থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে।

এরপর অস্ত্র উদ্ধারের জন্য তাকে সিরাজগঞ্জের তাড়াশ ও হাটিকুমরুল অঞ্চলে আনা হয়।

এক পর্যায়ে বৃহস্পতিবার ভোরে র‌্যাবের হাত থেকে পালানোর চেষ্টাকালে মহাসড়কের দ্রুতগামী বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তার বিরুদ্ধে অস্ত্র, সন্ত্রাসসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে মামলা রয়েছে বলে এই র‌্যাব কর্মকর্তা জানান। 

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এ বি এম ইমদাদুল হক জানান, সংবাদ পেয়ে সকালে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।