নৌকায় ঘুমন্ত জেলেকে টেনে নিয়েছে কুমির

সুন্দরবনে নৌকায় ঘুমিয়ে থাকা এক জেলেকে নিয়ে গেছে কুমির।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 May 2015, 09:37 AM
Updated : 7 May 2015, 01:52 PM

বৃহস্পতিবার ভোরে বনের চাঁদপাই রেঞ্জের বেড়িরখালে এই ঘটনা ঘটে বলে ওই রেঞ্জের সহকারী বনরক্ষক বেলায়েত হোসেন জানিয়েছেন।

জেলে রফিকুল ইসলাম ফরাজীর (৩৫) খোঁজে বনবিভাগ ওই এলাকায় তল্লাশি চালাচ্ছে বলে জানিয়েছেন তিনি।

রফিকুলের সঙ্গে একই নৌকায় থাকা আবুল হাওলাদারের বরাত দিয়ে বেলায়েত হোসেন জানান, গত ২৯ এপ্রিল বনবিভাগের অনুমতি নিয়ে তারা সুন্দরবনের খালে মাছ ধরতে গিয়েছিলেন।

“বৃহস্পতিবার ভোরে তারা শেলা নদীর বেড়িরখালের মুখে নৌকায় ঘুমিয়ে ছিলেন। এসময় একটি কুমির হঠাৎ নদী থেকে লাফিয়ে উঠে ঘুমন্ত রফিকুলকে টেনে নিয়ে চলে যায়।

“পানির শব্দে ঘুম ভেঙ্গে গেলে আবুল নদীতে রফিকুলকে কুমিরের সঙ্গে ধস্তাধস্তি করতে দেখেন।”

পরে আবুল বনবিভাগের তাম্বুলবুনিয়া ক্যাম্পে গিয়ে খবর দিলে বনকর্মীরা নিখোঁজ জেলের সন্ধান শুরু করেন।

রফিকুল ইসলাম ফরাজী বাগেরহাটের শরণখোলা উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামের মুজিবর ফরাজীর ছেলে।