মুক্তিপণের দাবিতে শিশু হত্যার দায়ে মৃত্যুদণ্ড

ঢাকার মিরপুরে তিন বছর আগে মুক্তিপণের দাবিতে সাতবছর বয়সী শিশু সিফাত আলী তন্ময়কে হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। 

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 May 2015, 06:21 AM
Updated : 7 May 2015, 07:11 AM

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তানজিনা ইসমাইল বৃহস্পতিবার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

সর্বোচ্চ সাজার পাশাপাশি আসামি মো. জহিরুল ইসলামকে (২৭) এক লাখ টাকা জরিমানা করেছেন বিচারক।

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ২৬ মার্চ মিরপুরের দারুস সালাম সরকারি প্রাথমকি বিদ্যালয় মাঠে খেলার সময় অপহৃত হয় তন্ময়। তার বাবা হযরত আলী ওই দিনই মিরপুর থানায় অপহরণ মামলা করেন।

পরে এক ব্যক্তি মোবাইল ফোনে তন্ময়ের মায়ের কাছে আট লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টেলিফোন কলের সূত্র ধরে গোয়েন্দা পুলিশ পরদিন তন্ময়দের বাড়ির দ্বিতীয় তলার ভাড়াটিয়া জহিরুলকে গ্রেপ্তার করে।

জহিরুল পুলিশের কাছে স্বীকার করেন, টাকা না পেয়ে তিনি তন্ময়কে শ্বাসরোধে হত্যা করেছেন। তার স্বীকারোক্তি অনুযায়ী ওই বাসা থেকেই কাপড়ের ব্যাগের ভেতর তন্ময়ের লাশ পাওয়া যায়।

ভোলা সদরের উত্তর বালিয়া এলাকার ছেলে জহিরুলকে রায়ের সময় হুইল চেয়ারে কাঠগড়ায় বসে থাকতে দেখা যায়। 

মোট ১৭ জনের সাক্ষ্য শুনে বিচারক এ মামলার রায় ঘোষণা করেন।