ভাস্কর নভেরার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ভাস্কর নভেরা আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 May 2015, 04:17 AM
Updated : 7 May 2015, 04:17 AM

মঙ্গলবার রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসের কাছে শথমেলে দ্বীপে নিজের বাড়িতে মারা যান একুশে পদকপ্রাপ্ত এই শিল্পী। গত কয়েক দশক ধরে নিজেকে অন্তরালে রেখেছিলেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী বলেন, “খ্যাতনামা ভাস্কর নভেরার মৃত্যুতে প্রধানমন্ত্রী গভীর শোক জানিয়েছেন।”

বাংলাদেশের ভাস্কর্যশিল্পের অন্যতম অগ্রদূত নভেরাকে ১৯৯৭ সালে একুশে পদকে ভূষিত করে সরকার।

নভেরা আহমেদের অফিসিয়াল ফ্যান পেইজে জানানো হয়েছে,   আগামী সোমবার সকালে শথমেলে সমাধিস্থলে নভেরার শেষকৃত্য হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক হাশেম খান জানান, লন্ডনের ক্যাম্বারওয়েল আর্ট স্কুলে লেখাপড়া করেন নভেরা। সেখানেই শিল্পী হামিদুর রহমানের সঙ্গে তার পরিচয় ও বন্ধুত্ব হয়।

১৯৫৭ সালে হামিদুর রহমান ও নভেরা কেন্দ্রীয় শহীদ মিনারের কাজ শুরু করেন।

দীর্ঘ প্রবাস জীবনে নভেরা আহমেদ পাকিস্তান, ভারতসহ বিভিন্ন দেশ ঘুরে প্যারিসে স্থায়ী হন।