চটকদার বিজ্ঞাপনে মানব পাচার, গ্রেপ্তার ২

অনুমোদহীন প্রতিষ্ঠান থেকে চটকদার বিজ্ঞাপন দিয়ে মানব পাচারে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2015, 04:43 PM
Updated : 6 May 2015, 04:43 PM

তারা হলেন- মজিবুর রহমান(৫০), ফয়সাল আর রশিদ ওরফে রিয়েল(৩০)।

র‌্যাবের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মাকসুদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার ভোররাতে খুলনার ৭/১ পূর্ব বানিয়া খামার এলাকা এবং ঢাকার আগারগাঁওয়ের আইডিবি ভবনের সামনে থেকে তাদের আটক করা হয়।

তিনি বলেন, ঢাকার লালমাটিয়ার একটি বাড়িতে ‘প্লানেট ওভারসিজ কনসালটেন্ট’ নামের একটি অনুমোদনহীন প্রতিষ্ঠানের নামে চটকদার বিজ্ঞাপন দিয়ে বিদেশে লোক পাঠানোর কথা বলে প্রতারণা করতেন এরা।

তাদের সঙ্গে জড়িত অন্যদের আটকেও অভিযানে নামছে র‌্যাব।